বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

অধিবর্ষে(leap year) ১ দিন বেশি থাকে কেন?

অধি বরষ.....নামটা শুনলেই মনে পড়ে ২৯ ফেব্রুয়ারি তারিখের কথা.... প্রত্যেক চার বছর পর পর এই দিনটি আসে... তবে প্রত্যেক চার বছর পর পর ই কেন? আর কেনই বা আসে?
ব্যাপার টা অনেক সোজা..... আমরা ২৪ ঘন্টাকে এক দিন ধরি...... প্রকৃত পক্ষে এক দিন হয় ২৩ ঘন্টা ৫৬ মিনিটের... অর্থাৎ প্রত্যেক দিন ৪ মিনিট কম ধরা হয়..... আর সেই কারণে ৪ বছর অন্তর অন্তর সেই ৪ মিনিটকে যোগ করা হয় এবং এই দিন ধরা হয়...... বস্তুত তাতেও .১৩ দিনের ত্রুটি থাকলেও তাতে কোন প্রভাব পড়ে না...... এই কারণে অধিবর্ষ তে একদিন বেশি থাকে....

২৯ ফেব্রুয়ারি  ৪ বছরে একবার আসে......  তাই কারো জন্মদিন অইদিন হলে এটা ভাবার কোন অবকাশ নেই যে.... চার বছরে তার বয়স এক করে বাড়ে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন