বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

সময় কারো জন্য থেমে থাকেনা? you are wrong!

একটা প্রবাদ আছে..... time and tide wait for none(সময় কারো জন্য থেমে থাকে না)।  তবে কারোর মধ্যে অন্য সবাই থাকলেও শুধু একটি জিনিস থাকে না..... আর তা হল photon কনা....
.
Theory of realitivity অনুযায়ী কোন বস্তু আলোর গতিতে গেলে তার জন্য সময় অস্যম হয়ে যাবে.......

নিউটনের কণা তত্ত্ব আর প্লানকের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলো ফোটন দিয়ে তৈরি..... সে ক্ষেত্রে ফোটন আলোর বেগেই চলে যার কারণে আলোর জন্য সময় থেমে থাকে!

তবে এর বাস্তব প্রয়োগ অজ্ঞাত.....  সবই থিওরি!

কোন কিছুই ধ্রুব নয়..... সবই আপেক্ষিক - Einstein

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন